August 21, 2025, 2:24 am

ইউএনও যখন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক

Reporter Name 423 View
Update : Tuesday, September 12, 2023

বিদ্যালয়ে পাঠদান চলছে। হঠাৎ সেই প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত ইউএনও। ঢুকে পড়েন পঞ্চম শ্রেণির কক্ষে। তখন পঞ্চম শ্রেণিতে বাংলা পাঠদান চলছে।

এ সময় শ্রেণি শিক্ষকের অনুমতি নিয়ে ইউএনও নিজেই পাঠদান শুরু করেন। একজন পেশাদার শিক্ষকের মতো কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে মিশে যান মুহূর্তেই। নেত্রকোনার মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আলম মিয়ার গল্পটা এমনই।
আজ মঙ্গলবার উপজেলার কোর্ট ভবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান করেন তিনি।

প্রাথমিক বিদ্যালয়ে পাঠদানের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়ে। শিক্ষাব্যবস্থার উন্নতিতে নিরলসভাবে কাজ করছেন বলে সর্বস্তরের জনসাধারণ তার প্রশংসা করছেন।
শুধু প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে নয়, উপজেলার প্রতিটি দপ্তরে তার এমন পদচারণা। সুযোগ পেলেই ছুটছেন হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীর প্রতিষ্ঠান থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে।

শুনছেন তাদের নানা সমস্যার কথা। আশ্বাস দিচ্ছেন সমাধানের। ইতিমধ্যে কয়েটি সমস্যা সমাধান করে প্রশংসায় ভাসছেন তিনি।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা জানায়, ‘ইউএনও স্যার আমাদের বাংলা পড়িয়েছেন। আমাদের পড়া ধরেছেন।

কিভাবে পড়তে হবে শিখিয়ে দিয়েছেন। মজার গল্প করেছেন। স্যারের ক্লাস করে আমরা অনেক আনন্দ পেয়েছি।’
এ বিষয়ে প্রাথমিকের সহকারী শিক্ষক অমিত দত্ত দিলু জানান, ‘শত ব্যস্থতার মাঝেও ইউএনও স্যার কোমলমতি শিক্ষার্থীদের সময় দিয়েছেন। প্রাথমিকের শিক্ষক হিসাবে আমরা আনন্দিত। স্যারের এমন কার্যক্রমকে সাধুবাদ জানাই।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনি রানী শাহা জানান, ‘ইউএনও স্যার হঠাৎ বিদ্যালয়ে আসেন। স্কুল আঙিনাসহ শ্রেণিক্ষক ঘুরে দেখেন। পড়ে তিনি পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করেন। একই সঙ্গে আমাদের শিক্ষাবিষয়ক পরামর্শ দেন। এতে শিক্ষার্থী ও আমরা খুবই খুশি।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আলম মিয়া বলেন, ‘উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে প্রাথমিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। তাই প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য সকলকে সচেতন হবে। এর সাথে প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চাদের পাঠদান করতে আমারও ভালো লাগে। বিদ্যালয় পরিদর্শন করা আমার দায়িত্ব। পাশাপাশি বাচ্চাদের শিক্ষার জন্য উৎসাহিত করছি।’
-কালের কণ্ঠ


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর