1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৩ অপরাহ্ন

ইউটিউব দেখে অস্ত্র তৈরি, ব্যবহৃত হতো হত্যাকাজে

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৯ পাঠক

পাবনায় ইউটিউব দেখে অস্ত্র তৈরি শুরু করে একটি চক্র। সেই অস্ত্র ব্যবহৃত হতো হত্যাকাণ্ড ও চাঁদাবাজির কাজে। এর পাশাপাশি পরিচালনা করা হতো অস্ত্র ব্যবসা। এমন একটি চক্রকে গ্রেফতার করেছে পাবনা জেলা পুলিশ।

পাবনার ঈশ্বরদীর ছাত্রলীগ নেতা মনা হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে গিয়ে এসব জানতে পারে পুলিশ। ওই হত্যাকাণ্ডে জড়িত আসামিরাই মূলত এই চক্রের সদস্য। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব জানান পুলিশ সুপার আকবর আলী মুনসী।

আসামিদের গ্রেফতারের সময় হত্যাকাণ্ডে জড়িত দুটি ওয়ান শুটার গান, একটি বিদেশি পিস্তল, দুই রাইউন্ড গুলি, একটি প্রাইভেট কার ও আগ্নেয়াস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়। একই সাথে ইজিবাইক চুরির পৃথক আরেকটি ঘটনায় চুরিকৃত ৭টি ইজিবাইক উদ্ধার করা হয়েছে বলেও প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।

ঈশ্বরদী নতুন রুপপুরের ইউনুসের ছেলে মো. মানিক (৩৬), একই উপজেলার দিয়ার সাহাপুরের মহিদুলের ছেলে ফসিউল আলম অনিক (২৭), নতুন রুপপুরের আতিয়ারের ছেলে চমন (৩৮), চর সাহাপুরের আক্তার সরদারে ছেলে শাহিন সরদার (২৮) ও নতুন রুপপুরের আজিজের ছেলে রাজিব (৩০) সহ মনা হত্যাকাণ্ড ও অস্ত্র তৈরি কাজে জড়িত ১২ জন আসামিকে বিভিন্ন সময় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে পাবনার সাঁথিয়া উপজেলার ধোপাদহ গ্রামের কাশেম আলীর ছেলে মঞ্জিল হোসেন জনি (২৬), করমজা ঋষিপাড়ার মৃত একাব্বর আলীর ছেলে রিপন হোসেন (৩৭) ও একই গ্রামের নজরুল ইসলামের ছেলে সাইদুল ইসলাম ওরফে ডুবার সাইদুল (২২) সহ ৫ জনকে গত রবিবার (১৭ সেপ্টেম্বর) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আকবর আলী মুনসী জানান, গত জুন মাসের ১৭ তারিখ রাতে এলাকায় অধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের এমপি মার্কেটে গুলি করে ছাত্রলীগ নেতা মনাকে হত্যা করা হয়। এরপরই হত্যাকাণ্ডের মুলহোতা অনিককে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া তথ্যমতে ও গোয়েন্দা তৎপরতায় পুলিশ অভিযান চালিয়ে মানিকসহ আরো ৯ আসামিকে গ্রেফতার করা হয়। এসময় অনিক ও মানিকের ঈশ্বরদীর জিগাতলার ভাড়া বাসায় অভিযান চালালে একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র তৈরি কারখানার সন্ধান মেলে। যেখানে অত্যাধুনিক অস্ত্র তৈরী করা হতো। ওই অস্ত্রগুলোই মূলত কিলিং মিশনে তারা ব্যবহার করতো। এর পাশাপাশি বিক্রিও করতো।

পুলিশ সুপার জানান, অস্ত্র কারখানার সাথে জড়িতদের কেউ ছিলেন লেদ ওয়ার্কশপ কাজে নিয়োজিত আবার কেউ ছিলেন অন্যান্য পেশায়। তবে তারা ইউটিউব দেখেই প্রাথমিকভাবে অস্ত্র তৈরি শুরু করেন। এদের অধিকাংশই শিক্ষিত এবং স্থানীয়ভাবে দারুণভাবে পরিচিত। থানায় এদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জিয়াউর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ডিএম হাসিবুল বেনজির প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD