1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:৪৪ অপরাহ্ন

‘খুফিয়া’র ট্রেলারে নজর কাড়লেন বাঁধন

বিনোদন ডেস্ক-
  • প্রকাশ | সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৮ পাঠক

সোমবার (১৮ সেপ্টেম্বর) প্রকাশ পেয়েছে আজমেরী হক বাঁধন অভিনীত প্রথম হিন্দি সিনেমা ‘খুফিয়া’র ট্রে্লার। ২ মিনিট ৩৯ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেলারে রহস্য, রোমান্স এবং অ্যাকশনে ভরপুর।

ট্রেলার শুরু হয় ২০০৪ সালের ঘটনা দিয়ে। ভারতের একটি গোয়েন্দা সংস্থার নজরদারিতে থাকা একজন যুগ্ম সচিবের অদৃশ্য হওয়ার গল্প দেখানো হয়েছে। ট্রেলারের পরতে পরতে টান টান উত্তেজনা। রহস্যের সমাধানের খোঁজ করতে থাকেন টাবু। মুল সন্দেহভাজন চরিত্রে আলি ফজলের ওপর নজরদারি করতে দেখা যায়। ট্রেলারের অর্ধেকের পরেই দেখা যায় বাঁধনকে। শেষাংশেও দেখা যায় অভিনেত্রীকে।

ট্রেলারে বাঁধনের লুক নজর কেড়েছে। তার চরিত্র তৈরি করেছে কৌতূহল। কয়েকটি দৃশ্যেই আজমেরী হক বাঁধন প্রমাণ করেছেন তার মেধা।

‘খুফিয়া’ নির্মাণ করেছেন ‘ওমকারা’ ও ‘হায়দার’ খ্যাত পরিচালক বিশাল ভরদ্বাজ। অক্টোবরের ৫ তারিখে নেটফ্লিক্সে দর্শক সিনেমাটি দেখতে পারবেন।

সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত এবং অমর ভূষণের জনপ্রিয় গুপ্তচর উপন্যাস ‘এস্কেপ টু নোহোয়ার’ এর উপর ভিত্তি করে নির্মিত হয়েছে ‘খুফিয়া’। একটি সাক্ষাৎকারে নির্মাতা বিশাল ভরদ্বাজ জানিয়েছিলেন, ‘এটি একটি অত্যাধুনিক অ্যাকশন স্পাই থ্রিলার ঘরাণার ছবি। ভারতীয় চলচ্চিত্রে এই মানের থ্রিলার ফিল্ম খুব একটা হয়নি’।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD