1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন

বান্দরবানে কুকি চীনের সাথে সেনাবাহিনীর গুলি বিনিময়

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৯ পাঠক

বান্দরবানের রুমা উপজেলায় পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর সদস্যদের সাথে সেনাবাহিনীর গুলি বিনিময়ের ঘটনা ঘটছে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে কেএনএফ এর এক সদস্য, তার কাছ একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে বান্দরবানের রুমা উপজেলার জিঅং পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত কেএনএফ সদস্যের নাম বয়রাম বম (২৫)। তার বাড়ি রুমা উপজেলার ব্যাথেল পাড়া এলাকায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে কেএনএফ এর ৬/৭ জনের একটি সশস্ত্র দল জিঅং পাড়া এলাকায় চাঁদাবাজির জন্য যায়, সে সময় সেখানে সেনাবাহিনীর রুমা জোনের একটি টহল দল উপস্থিত হলে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। এসময় গুলিবিদ্ধ হয়ে কেএনএফ এর এক সদস্য আহত হয়, পরে তাকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী জানান, আহত ব্যক্তির পায়ে ও পেটে গুলি লেগেছে, সে বর্তমানে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তার কাছ থেকে একটি দেশীয় বন্দুক উদ্ধার করা হয়েছে এবং পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD