1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:১২ অপরাহ্ন

বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে নাসিমের আবেগঘন বার্তা

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬০ পাঠক

দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। আসছে অক্টোবরেই ভারতের মাটিতে বসবে আইসিসির সবথেকে বড় আসর। আসন্ন এ টুর্নামেন্টের জন্য আজ (২২ সেপ্টেম্বর) চূড়ান্ত দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাবর আজমকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান।

এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচে কাঁধে চোট পাওয়াই এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছিলেন নাসিম। আগে থেকে গুঞ্জন ছিল বিশ্বকাপের আগে ফিট হতে পারবেন তিনি। সেই গুঞ্জন এইবার সত্যি হল। তার জায়গায় বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন হাসান আলী। নাসিমের জায়গায় দলে এসেছেন হাসান আলি।

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর ভক্তদের উদ্দ্যেশে একটি টুইট করেন নাসিম। তিনি লেখেন, ‘আমি ভারাক্রান্ত হৃদয়ে শেয়ার করছি যে আমি এই দুর্দান্ত দলের অংশ হতে পারছি না, যেটি আমার প্রিয় দেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে। আমি খুবই হতাশ কিন্তু আমি বিশ্বাস করি সবকিছু আল্লাহর হাতে রয়েছে। ইনশাআল্লাহ আমি শীঘ্রই মাঠে ফিরব। আমার সমস্ত ভক্তদের তাদের প্রার্থনার জন্য ধন্যবাদ।’

নাসিম শাহ সম্পর্কে ইনজামাম উল হক বলেন, ‘দুর্ভাগ্যবশত নাসিম শাহ চোট পেয়েছেন। সে আমাদের গুরুত্বপূর্ণ বোলার, হাসনাইনের হিলের অপারেশন হয়েছে এবং এহসানুল্লাহর কনুইয়ের অপারেশন হয়েছে। ইনজুরির সমস্যার কারণে ফাস্ট বোলিংয়ের জন্য আমাদের কাছে সীমিত বিকল্প ছিল। হাসান আলি লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) দারুণ বোলিং করেছেন।’

তিনি আরও বলেন, ‘হাসান আলি অভিজ্ঞ এবং পাকিস্তানের হয়ে ভালো পারফর্ম করেছে, নাসিম শাহ আউট হওয়ার সময় আমরা হাসান আলির কথা ভেবেছিলাম এবং আমরা এমন একজন বোলার চেয়েছিলাম যে নতুন বলে বল করতে পারে। আর এমন পরিস্থিতিতে হাসান আলিকেই সেরা বিকল্প বলে মনে করি। পুরনো বলেও ভালো বোলিং করেন তিনি। তিনি খুব ভালো টিম ম্যান। তার আগমন দলে শক্তি এনে দেবে।’

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD