1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১১:২৫ অপরাহ্ন

বার্সার জয়ের দিনে লালকার্ড দেখল গাভি

স্পোর্টস ডেস্ক :
  • প্রকাশ | বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১৪৮ পাঠক

দারূণভাবে স্পানিশ জায়ান্ট বার্সেলোনা ৫-০ গোলে বেলজিয়ান ক্লাব আন্তওয়ের্প এফসিকে হারিয়ে এবারের আসরে শুভসূচনা করেছে। সেই জয়ের ধারা দলটি বজায় রেখেছে এফসি পোর্তোর বিপক্ষেও। তবে ম্যাচটিতে শেষ মুহূর্তে লাল কার্ড দেখতে হয়েছে স্প্যানিশ মিডফিল্ডার গাভিকে।

বুধবার (৪ অক্টোবর) দিবাগত রাত ১টায় চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মুখোমুখি হয় বার্সেলোনা ও এফসি পোর্তো। ম্যাচটিতে ১-০ গোলে জয় পায় বার্সা। দলটির হয়ে গোল করেন ফেরান টরেস।

ম্যাচটির শুরুতেই লিড নিতে পারত বার্সা। কিন্তু জোয়াও ক্যানসেলোর ডান পায়ের শটটি গোললাইন মিস করে বাইরে চলে যায়। জবাবে পোর্তোরও কিছু আক্রমণ দেখা গেছে।

ম্যাচের ৩৬ মিনিটে ফাউলের কারণে প্রথম হলুদ কার্ড দেখেন গাভি। আর নির্ধারিত সময় শেষে অতিরিক্ত সময়ের খেলাকালীন দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে।

ম্যাচটির একমাত্র গোলটি আসে প্রথমার্ধের ৪৫ মিনিটে। ইলোকায় গুন্ডোয়ানের সহায়তায় বাঁ পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন টরেস। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর চেষ্টা করে বার্সেলোনা। তবে জোয়াও ফেলিক্স একাধিক সুযোগ পেলেও ব্যর্থ হন গোল আদায় করে নিতে। এ দিকে ৬০ মিনিটের পরে খেলায় বেশ খানিকটা প্রভাব বিস্তার করে পোর্তো। কিন্তু সমতায় ফিরতে ব্যর্থ হয় দিয়োগো কোস্টার দল।

শেষ পর্যন্ত ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD