তিন দশকের বেশি সময় পর পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিশ্লেষক ও সাংবাদিকদের এক বার্ষিক জমায়েতে অংশ নিয়ে রুশি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ দাবি করেন। খবর রয়টার্সের
তিনি বলেন, পারমাণবিক সক্ষমতাসম্পন্ন বুরেভেস্তনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। এছাড়া রাশিয়ার সারমাত আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রব্যবস্থা তৈরির কাজ প্রায় শেষ। এটি আগামী প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ পারমাণবিক অস্ত্র।
বৃহস্পতিবারের ওই সম্মেলনে পুতিন বলেন, যারা বুদ্ধিমান তারা রাশিয়ার বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। যদি কেউ হামলা চালায় তাহলে আমারও শত শত ক্ষেপণাস্ত্র ছুড়ব।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালানোর পর থেকেই রাশিয়া পারমাণবিক ক্ষেপণাস্ত্রের কথা বার বার স্মরণ করিয়ে দিচ্ছে। বৃহস্পতিবার পুতিন আবারও একই প্রসঙ্গ সামনে আনেন।
প্রসঙ্গত, ১৯৯০ সালের পর থেকে রাশিয়া পারমাণবিক বিস্ফোরণসংক্রান্ত কোনো পরীক্ষা চালায়নি। তবে সাম্প্রতিক সময়ে পারমাণবিক বিস্ফোরণের পরীক্ষা আবারও শুরু করার আশঙ্কার কথাও উড়িয়ে দেননি পুতিন।
পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ করে হওয়া চুক্তিতে রাশিয়া স্বাক্ষর ও অনুমোদন দিলেও যুক্তরাষ্ট্র অনুমোদন দেয়নি। সেক্ষেত্রে রুশ প্রেসিডেন্ট হুঁশিয়ার দিয়ে বলেন, রাশিয়ার পার্লামেন্টে এ অনুমোদন প্রত্যাহার করে নেওয়া সম্ভব।