আইসিসি ওয়ানডে বিশ্বকাপের তৃতীয় দিনে আজ (৭ অক্টোবর) চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা। যেখানে আগে ব্যাট করতে নেমে তিন ব্যাটারের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে প্রোটিয়ারা।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে পাঁচ উইকেটে ৪২৮ রান করেছে দক্ষিণ আফ্রিকা। যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। প্রোটিয়ারা পেছনে ফেলেছে অস্ট্রেলিয়ার ৪১৭ রানকে।
এদিন টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন শ্রীলংকা অধিনায়ক দাসুন শানাকা। ইনিংসের শুরুতে মাত্র ৮ রানে ফেরেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। ইনিংসে লংকানদের হাসির উপলক্ষ ছিল এতটুকুই।
এরপর বাকিটা সময় নিজের করে নিয়েছেন কুইন্টন ডি কক, রাসি ভন ডার ডুসেন ও এইডেন মার্করাম। তিনজনের সেঞ্চুরিতে লংকানদের বিপক্ষে বিশাল সংগ্রহ পেয়েছে দক্ষিণ আফ্রিকা।
শুরুটা ডি কককে দিয়ে। ৮৩ বলে তিন অঙ্কের ঘরে পা রাখেন তিনি। এর পরপরই অবশ্য সাজঘরে ফেরেন। এর আগে ডুসেনের সঙ্গে গড়েন ১০৪ রানের জুটি। ডি কক ফেরেন ঠিক ১০০ করে।
দ্বিতীয় ব্যাটার হিসেবে এ ম্যাচে সেঞ্চুরির দেখা পান ডুসেন। ১০৩ বলে সেঞ্চুরি পূরণ করেন তিনি। তবে অন্য প্রান্তে রীতিমতো বিধ্বংসী ছিলেন মার্করাম। বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি হাঁকান তিনি। মাত্র ৪৯ বলে স্পর্শ করেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার।
সেঞ্চুরির পর দুজনের কেউই ইনিংস বড় করতে পারেননি। শেষদিকে মিলার ঝড়ে বিশ্ব রেকর্ড গড়ে প্রোটিয়ারা। তিনি ৩৯ রানে অপরাজিত থাকেন। এছাড়া ৩২ রান করেন হেনরিখ ক্লাসেন।