সম্প্রতি সময়ে দারুণ ফর্মে রয়েছেন পাকিস্তান উইকেট রক্ষক ও ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে অর্ধশতক হাঁকানোর পর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেন অপরাজিত শতরানের ইনিংস। তার ব্যাটে ভর করে ৩৪৪ রান তাড়া করে রেকর্ড গড়া জয় পায় পাকিস্তান। এই শতরানের ইনিংসটা নিঃসন্দেহে সেরা রিজওয়ানের ক্যারিয়ারে।
গেল শনিবার (৭ অক্টোবর) থেকে ফিলিস্তিনের গাজা ও ইসরায়েলের মধ্যে চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস আক্রমণ চালিয়েছে ইসরায়েলের ওপর। এরপর ইসরায়েল থেকেও পালটা হামলা চালানো হয়েছে গাজা উপত্যকায়। এতে হতাহতের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত।
এই লড়াইয়ে গাজায় বিদ্যুৎ, খাদ্য, জ্বালানি ও পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। যে কারণে সেখানকার প্রায় ২৩ লাখ বাসিন্দার জীবনে নেমে এসেছে চরম দুর্দশা।
তাদের প্রতি সমবেদনা জানাতে রিজওয়ান তার বিশেষ সেঞ্চুরি উৎসর্গ করেছেন গাজা বাসীকে। রিজওয়ান টুইট করেন, ‘এই সেঞ্চুরি গাজার ভাইবোনদের জন্য।’
রিজওয়ান টুইটে আরো লেখেন, ‘দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি। পুরো দলকেই কৃতিত্ব দিতে হবে। বিশেষ করে আবদুল্লাহ শফিক ও হাসান আলিকে, তারাই খেলাটাকে সহজ করেছে। যেভাবে হায়দরাবাদের মানুষ আমাদের সমর্থন দিয়েছে, তাদের কাছে কৃতজ্ঞ।’