রাজধানীর মহাখালীর আমতলীতে খাজা টাওয়ারে আগুন লেগেছে। বৃহস্পতিবার বিকেলে ৪টা ৫৮ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৫টা ৭ মিনিটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, মহাখালীর খাজা টাওয়ার ১৪ তলা ভবনটির ১৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আমাদের ৮ ইউনিট কাজ করছে।
তিনি বলেন, ঘটনাস্থলের উদ্দেশে আরও ইউনিট যাচ্ছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।