October 24, 2025, 4:34 am

মুন্সীগঞ্জের শিল্পীদের পরিবেশনার মধ্যদিয়ে ‘নতুন মাত্রার’ যাত্রা শুরু

এস আই নাহিদ 183 View
Update : Wednesday, November 1, 2023

ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিওতে আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে সম্প্রচার শুরু হচ্ছে মুন্সীগঞ্জ জেলার দেশ বরেন্য শিল্পীদের পরিবেশনা নিয়ে সঙ্গীত বিষয়ক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান‘নতুন মাত্রা’।

আজ শোনানো হচ্ছে ৫ জন শিল্পীর (সুরকার, গীতিকার, গায়িকা, গায়ক ও স্থানীয় শিল্পী) পরিবেশনা। সঙ্গীত বিষয়ক রেডিও ম্যাগাজিন “নতুন মাত্রা” শুনতে পাবেন প্রতিদিন রাত ৮ টা ৩০ মিনিটে।

এই উপলক্ষ্যে গতকাল মুন্সীগঞ্জের সুশীল সমাজের অংশগ্রহণে এক মতবিনিময় সভার আয়োজন করা হয় রেডিও বিক্রমপুর ৯৯.২ এফএম এর সেমিনার রুমে। সভায় অংশগ্র নেন প্রখ্যাত গীতিকার যাকির সাইদ, নাট্য ব্যক্তিত্ব জাহাঙ্গীর আলম ঢালী, মুন্সীগঞ্জ সদর প্রধান শিক্ষক সমিতির সভাপতি কে এম সাইফুল্লাহ ভুইয়া, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুস সালাম, মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক শাহনাজ বেগম, মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান ও সাধারন সম্পাদক মোঃ রুবেল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেডিও বিক্রমপুর ৯৯.২ এফ এম এর স্টেশন ম্যানেজার মোহাম্মদ আওলাদ হোসেন খান (শিবলী)।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর