বিএনপিসহ বিরোধীদের ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ শুরুর আগে-পরে ৩০ ঘণ্টায় ‘উচ্ছৃঙ্খল জনতা’ ১৮টি গাড়িতে আগুন দিয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাহিনীর মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম সোমবার এক বার্তায় বলেন, ‘৫.১১.২৩ রোববার সকাল (ভোররাত) ৪টা থেকে ৬.১১.২৩ সোমবার সকাল ১০টা (অবরোধের ৩০ ঘণ্টা) পর্যন্ত ১৮টি উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ঢাকা সিটিতে ১০টি, ঢাকা বিভাগে (গাজীপুর, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ) চারটি, চট্টগ্রাম বিভাগে (খাগড়াছড়ি, আনোয়ারা, পটিয়া) চারটি ঘটনা ঘটে।
‘এ ঘটনায় ১৩টি বাস, দুটি ট্রাক, একটি প্রাইভেট কার, একটি সিএনজি, একটি লেগুনা পুড়ে যায়। এই ১৮টি অগ্নিকাণ্ড নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩৬টি ইউনিট ও ২১৬ জন জনবল কাজ করে।’
কোথায় কোথায় গাড়িতে আগুন দেয়া হয়েছে, সে বিষয়ে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান, রোববার ভোররাত চারটায় ঢাকার মাতুয়াইলের সাদ্দাম মার্কেটে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। একই সময়ে জুরাইন বালুর মাঠ এলাকায় তুরাগ পরিবহনের বাসে আগুন দেয়া হয়। এ ছাড়া ভোর পাঁচটা ১৭ মিনিটে মিরপুর ৬ নম্বরে বাসে আগুন দেয়া হয়।
ঢাকার বাইরে আগুনের ঘটনাগুলো নিয়ে ফায়ার সার্ভিস জানায়, রোববার সকাল ৬টা ২৪ মিনিটে গাজীপুরের ভোগরায় বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ১১টা ৫০ মিনিটে খাগড়াছড়ি সদরের জিরোমাইল এলাকায় মিনি ট্রাকে আগুন দেয়া হয়।
গতকাল বিকেলে ও রাতের আগুনের বিষয়ে তালহা বিন জসিম জানান, তিনটা ৪২ মিনিটে মিরপুর বাংলা কলেজের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘চৈতালী’ নামের বাসে আগুন দেয়া হয়। সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলা মোটরে বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। কাছাকাছি সময় ছয়টা ৫৮ মিনিটে পল্লবীতে শিকড় পরিবহনের বাসে আগুন দেয়া হয়।
তিনি জানান, রোববার রাত সোয়া ১০টায় নীলক্ষেত মোড়ে প্রাইভেট কারে আগুন ধরানো হয়। ১০টা ২৫ মিনিটে চট্টগ্রামের বায়েজিদে টাউন সার্ভিস পরিবহনের বাসে আগুন এবং সাড়ে ১১টায় ঢাকার হাজারীবাগে সেন্ট্রাল লাইন ট্রান্সপোর্টের বাসে আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরও জানান, রোববার রাত ১২টা ৩৬ মিনিটে পোস্তগোলায় বাংলাদেশ বিমানের স্টাফ বাসে আগুন দেয়া হয়। রাত একটা ২৭ মিনিটে ঢাকার মুগদায় সিএনজি পাম্পের সামনে একটি লেগুনায় আগুন দেয় উচ্ছৃঙ্খল জনতা। এ ছাড়া রাত দুইটা ১১ মিনিটে গাজীপুরের বিআইডিসি রোডে বাসে আগুন, সোমবার ভোররাত পাঁচটা পাঁচ মিনিটে চট্টগ্রামের আনোয়ারায় বাসে আগুন, পাঁচটা ১৮ মিনিটে গাজীপুরের সফিপুর ওভার ব্রিজের নিচে কালিয়াকৈর পরিবহনের বাসে আগুন, সকাল পৌনে ছয়টায় চট্টগ্রামের পটিয়া পৌরসভার সিএনজিচালিত অটোরিকশায় আগুন এবং পাঁচটা ৪৮ মিনিটে বাংলাদেশ ব্যাংকের পাশে খোকা কমিউনিটি সেন্টারে ট্রাকে আগুন দেয় উচ্ছৃঙ্খল জনতা।