গত বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামী আহতের কথা বলে ডেকে নিয়ে গৃহবধূকে গণধর্ষণের এজাহার নামীয় পলাতক আসামী আরিফ মাহমুদ ছাইফ (২২)কে গ্রেপ্তার করেছে র্যাব-১১। মঙ্গলবার (৭ নভেম্বর) ফতুল্লার পাগলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে পাগলা নয়ামাটি এলাকার মাহবুবুর রহমান বাচ্চুর ছেলে। এর আগে এ ঘটনায় রিয়াজ (২০) নামক এক ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার সূত্রে র্যাব জানায়, গ্রেপ্তরকৃত আসামী আরিফ মাহমুদ ছাইফ ও তার সহযোগীরা মিলে ধর্ষিতা ভিকটিমকে ফোন করে তার স্বামী ফতুল্লার পাগলা এলাকায় সড়ক দুর্ঘটনায় শিকার হয়েছে বলে জানায়। স্বামী দুর্ঘটনায় আহতের এর খবর পেয়ে ওই গৃহবধূকে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে আসামী আরিফ মাহমুদ ছাইফ ও তার সহযোগীরা একটি পরিত্যক্ত বাসায় নিয়ে বলে তোমার স্বামী ঘরের ভিতরে শুয়ে আছে। আসামীদের কথা মত গৃহবধূ ঘরের ভিতর প্রবেশ করলে তারা দরজা বন্ধ করে জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে গণধর্ষণ করে। ধর্ষণ শেষে আসামীরা গৃহবধূকে কে অচেতন অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
পরে এই ঘটনায় গৃহবধূ নিজেই বাদী হয়ে রিয়াজসহ দুই জনের নাম উল্লেখ্য এবং অজ্ঞাতনামা আরো তিন জনকে অভিযুক্ত করে ফতুল্লা মডেল থানায় ৩ নভেম্বর একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-৭/৭৯৫। গ্রেপ্তারকৃত আরিফ মাহমুদ ছাইফকে ফতুল্লা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব।