1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৫:০০ অপরাহ্ন

সুপার ওভারে বাংলাদেশের সুপার জয়

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ২১৭ পাঠক

শেষ ওভারে পাকিস্তানের জয়ের জন্য দরকার ছিল ৩ রান, হাতে ছিল এক উইকেট। চার বলে দুই রান নিয়ে জয়ের একদম দ্বারপ্রান্তে চলে যায় পাকিস্তান। শেষ দুই বলে এক রান নিলেই জিতবে- এমন অবস্থায় ছিল পাকিস্তান। কিন্তু ওভারের পঞ্চম বলে রানআউটের শিকার হন পাকিস্তানের নাশরা সিন্ধু। তাতেই ম্যাচ টাই হয়। ম্যাচে ফল আনতে খেলা গড়ায় সুপার ওভারে। সেখানকার জমজমাট লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতায় ফেরে বাংলাদেশের মেয়েরা।

মঙ্গলবার (৭ নভেম্বর) মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১৬৯ রান করে বাংলাদেশ। প্রথম ম্যাচের ব্যাটিং ব্যর্থতা এ দিন ছুঁতে পারেনি বাংলাদেশ দলকে। অধিনায়ক নিগার সুলতানা ব্যাটিং করেন দায়িত্ব নিয়ে। ১০৪ বলে খেলেন ৫৪ রানের ইনিংস। এটি ছিল তার ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরি। জ্যোতির পাশাপাশি ফারজানা হকের ব্যাটে আসে ৪০ রানের ইনিংস। তাতেই মূলত ১৬৯ রানের লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশের মেয়েরা।

পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন সাদিয়া ইকবাল্ল ও নাশরা সিন্ধু। একটি করে উইকেট নেন ডায়ানা বেগ, নিদা দার ও উম্মে হানি।

বাংলাদেশের দেওয়া ১৭০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানি ব্যাটাররা কেউই ঠিকঠাক গড়তে পারেননি বড় জুটি। উইকেটে থিতু হয়ে পাকিস্তানি ব্যাটাররা হেঁটেছেন প্যাভিলিয়নের দিকে। তাতে এক বল বাকি থাকতে বাংলাদেশের সমান ১৬৯ রানে থামে পাকিস্তানের ইনিংস। দলটির হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন সাদাফ শামাস। এ ছাড়া ২৭ রান আসে অধিনায়ক নিদা দারের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে স্পিনার রাবেয়া খান নেন ২৯ রানে তিন উইকেট। দারুণ বোলিংয়ে নজর কাড়েন তিনি। এ ছাড়া একটি করে উইকেট নেন মারুফা আক্তার, নাহিদা আক্তার, নিশিতা আক্তার নিশি ও ফাহিমা খাতুন।

ম্যাচ টাইয়ের পর খেলা গড়ায় সুপার ওভারে। বাংলাদেশি অধিনায়ক জ্যোতি ভরসা রাখেন নাহিদা আক্তারের ওপর। সেই আস্থার প্রতিদান দেন প্রথম বলেই ইরাম জাভেদকে ফিরিয়ে। পরের তিন বলে অবশ্য তিনি দেন ৭ রান। পঞ্চম বলে আলিয়া রিয়াজকে রানআউটের ফাঁদে ফেলেন ফাহিমা খাতুন। তাতে সুপার ওভারে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৮ রান।

জবাবে প্রথম বলে ৪ মেরে সুপার ওভারে জয়ের আশা দেখান সোবহানা মুস্তারি। পরের বলে অবশ্য নিতে পারেননি কোনো রান। তৃতীয় ও চতুর্থ বলে দুইবার প্রান্ত বদল করে দলীয় সংগ্রহ ৬ করেন সোবহানা ও স্বর্ণা আক্তার। পঞ্চম বলে আউট হয়ে বাংলাদেশের হারের শঙ্কা তৈরি করেন সোবহানা। অধিনায়ক জ্যোতি অবশ্য তা হতে দেননি। শেষ বলে চার হাঁকিয়ে নিশ্চিত করেন বাংলাদেশের জয়।

এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতায় ফিরল বাংলাদেশ। আগামী ১০ নভেম্বর মিরপুরে অনুষ্ঠিত হবে সিরিজ নির্ধারণী ম্যাচ।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD