1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১০:২১ অপরাহ্ন

দূরপাল্লার পরিবহনে নিরাপত্তা দিচ্ছে র‌্যাব

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১৪৮ পাঠক

বিএনপি-জামায়াতের চলমান অবরোধে দুর্ঘটনা এড়াতে দূরপাল্লার পরিবহনে নিরাপত্তা দিচ্ছে র‌্যাব। দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্য পরিবহনকে স্কর্টের মাধ্যমে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে পুলিশের এই এলিট ফোর্স।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, বৃহস্পতিবার (৯ নভেম্বর) চট্টগ্রামগামী তেল পরিবহনকারী লরির কনভয়কে চট্টগ্রামে পৌঁছে দেওয়া হয়েছে।

তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে জনজীবন স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে আমরা কাজ করছি। রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে র‌্যাব।

মঈন জানান, দুষ্কৃতকারী ও স্বার্থান্বেষী মহলের সহিংসতা প্রতিরোধে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে দেড় শতাধিক টহলদল মোতায়েন করা হয়েছে। এ ছাড়া সারা দেশে র‌্যাবের সাড়ে ৪ শর বেশি টহলদল মোতায়েন রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে র‍্যাব ফোর্সের রোবাস্ট টহল পরিচালিত হচ্ছে।

তিনি আরও জানান, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মহাসড়কে অগ্নিসংযোগ, গণপরিবহন ও ব্যক্তিগত পরিবহন ভাঙচুর এবং অগ্নিসংযোগসহ সহিংসতার ঘটনায় জড়িতদের ধরতে সিসিটিভি ফুটেজ, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করছে র‌্যাব।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD