December 22, 2025, 12:01 pm

আহত সাংবাদিকের পাশে র‍্যাব

Reporter Name 273 View
Update : Thursday, November 9, 2023

রাজধানীর পল্টনে গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে নেতাকর্মীদের হামলায় আহত ঢাকাটাইমসের সিনিয়র রিপোর্টার সিরাজুম সালেকীনকে হাসপাতালে দেখতে গেলেন র‍্যাবের কর্মকর্তারা।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন সালেকীনকে দেখতে যান তারা।

এ সময় বাহিনীটির মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন, উপ-পরিচালক মেজর লুৎফুল হাদী, সহকারী পরিচালক (এএসপি) আ ন ম ইমরান খান ও আল আমিন উপস্থিত ছিলেন।

পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক সিরাজুম সালেকীনের স্বাস্থ্যের খোঁজ খবর নেন কমান্ডার মঈন। দ্রুত সুস্থতা কামনা করেন এবং উপস্থিত পরিবারের সদস্যদের শান্তনা দেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সাংবাদিক সালেকীনের ডান পায়ের দুটি হাড় ভেঙ্গে গেছে। বুধবার (৮ নভেম্বর) পঙ্গু হাসপাতালে ভাঙ্গা পায়ের অস্ত্রোপচার হয়। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা সেবা নিচ্ছেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর