বেসরকারি উত্তরা ইউনিভার্সিটিতে হেলথ হিউম্যানিটিজ ল্যাব উদ্বোধন করা হবে আজ সোমবার। এ উপলক্ষে আজ বিকেলে বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে এক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবীর। মূল বক্তা বাংলা বিভাগের শিক্ষক এবং মেডিকেল হিউম্যানিটিজ ও ট্রমা স্টাডিজ গবেষক ফারাহ বিনতে বশির দোলন।এতে সভাপতিত্ব করবেন বাংলা বিভাগের বিভাগীয়প্রধান সামজীর আহমেদ।
১৯৪৮ সালে জর্জ সার্টন ও ফ্রান্স সাইগেল মেডিকেল হিউম্যানিটিজ প্রপঞ্চটি প্রথম ব্যবহার করে।
দেশের চিকিৎসা বিজ্ঞানের (মেডিকেল) শিক্ষার্থী, শিক্ষক, জনস্বাস্থ্যের ছাত্র–শিক্ষক, মানবিকী বিদ্যার ছাত্র–শিক্ষকেরা মেডিকেল হিউম্যানিটিজ নিয়ে কাজ করতে পারবেন। চিকিৎসা গ্রহণ এবং চিকিৎসা প্রদানকারী— উভয়েরই এই থেরাপিউটিক টুলসের দ্বারা উপকৃত হওয়ার সুযোগ রয়েছে।