রাজধানীর খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনে স্বামীর সঙ্গে রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় আহত বিলকিস আক্তার (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। রবিবার (১৯ নভেম্বর) রাত পৌনে ১১টায় এ ঘটনা ঘটে। তিনি গাজীপুরের শ্রীপুর থেকে মান্ডা যাচ্ছিলেন।
এ ঘটনায় গাড়ি চালক ও কাভার্ডভ্যানটি আটক করেছে পুলিশ।
নিহতের স্বামী আব্দুর রউফ বলেন, ‘আমি ও আমার স্ত্রী খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনে দিয়ে হেঁটে রাস্তা পারাপারের সময় একটি কাভার্ডভ্যান স্ত্রীকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি খিলগাঁও থানাকে জানানো হয়েছে।’