1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন

সাকিবের বাড়িতে উৎসুকদের ভিড়, মিশ্র প্রতিক্রিয়া নেতাদের

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ১৭৯ পাঠক

দুই তলা পাকা বাড়ির সামনের সড়ক ও ফাঁকা জায়গায় সকাল থেকেই মানুষের জটলা। তারা মাগুরা শহরের সাহাপাড়া এলাকায় এসেছে ক্রিকেটার সাকিব আল হাসানকে দেখতে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ (সদর ও শ্রীপুর) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার খবরে সাকিবকে নিয়ে তাদের মধ্যে নতুন করে আগ্রহের জন্ম হয়েছে।

সোমবার সকালে সাকিবের বাড়ির সামনের ওই জটলায় স্থানীয় সাংবাদিক থেকে শুরু করে প্রতিবেশী ও আশপাশের এলাকার কিশোর-তরুণদের দেখা গেল।

তাদের কয়েকজন জানালেন আজ ঢাকা থেকে এলাকায় আসার কথা সাকিবের। তবে তিনি এখনো আসেননি। প্রতিবেশীরা কয়েকজন বলাবলি করছিলেন, দলীয় নেতাদের সঙ্গে ঢাকা থেকে এলাকায় ফিরবেন সাকিব।
উৎসুক জনতার ভিড় ও নিরাপত্তা ব্যবস্থা সামলাতে থানা-পুলিশ ও গোয়েন্দা শাখার বেশ কয়েকজন সদস্যকেও দেখা গেল।

তবে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের কাউকে দেখা যায়নি।
সাকিবের প্রতিবেশী মিলন ঘোষ বলেন, ‘আমরা সকালে কয়েকজন প্রতিবেশী সাকিবের বাবা খন্দকার মাশরুর রেজা কুটিলের সঙ্গে বসেছিলাম। সকালেই সাকিবের মাগুরায় আসার কথা ছিল। মাশরুর রেজা জানিয়েছেন সাকিব জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ঢাকা থেকে মাগুরায় আসতে চান।

এ কারণে আসতে দেরি হচ্ছে।’
মিলন ঘোষ বলেন, ‘আমাদের প্রতিবেশীদের বক্তব্য হচ্ছে, মাগুরা-১ আসনের মনোনয়নের ব্যাপারে আমাদের প্রত্যাশা যা-ই থাক, এখন সব ভুলে যে মনোনয়ন পেয়েছে তার পক্ষে কাজ করতে হবে।’

এ ব্যাপারে আওয়ামী লীগের মাগুরা জেলা শাখার সভাপতি আব্দুল ফাত্তাহ বলেন, ‘দলীয় বিবেচনায় কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত দেবে আমাদের সেই প্রার্থীর পক্ষেই কাজ করতে হবে।’ সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ডু বলেন, এ ব্যাপারে দলীয় সভা ডেকে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত কোনো মন্তব্য করতে চান না।

সাকিবের মনোনয়ন পাওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে জেলা আওয়ামী লীগের নেতাদের মাঝে। যুগ্ম সাধারণ সম্পাদক ওহিদুর রহমানের মতে, সাকিবের মতো আন্তর্জাতিক তারকার মাগুরায় মনোনয়ন পাওয়ায় তিনি খুশি। এ সিদ্ধান্তকে তিনি স্বাগত জানাচ্ছেন।

তবে অপর যুগ্ম সাধারণ সম্পাদক শাখারুল ইসলাম শাকিল বলেন, ‘সাকিবের মনোনয়নে আমি সন্তুষ্ট নই। রাজনীতির মাঠে সে একেবারেই নতুন। তৃণমূল মানুষের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। এত অল্প সময়ের ভেতরে গুরুত্বপূর্ণ মাগুরা-১ আসনে সাকিবকে মনোনয়ন দেওয়া মোটেই যুক্তিযুক্ত নয়।’

শাখারুল ইসলাম বলেন, ‘এমন সিদ্ধান্তের কারণে আগামী পাঁচ বছরে আমরা সাংগঠনিকভাবে অনেক পিছিয়ে যাব। কারণ রাজনীতির বাইরে জেলা সদরে অরাজনৈতিক ব্যক্তির মনোনয়নের ঘটনা ঘটেছে। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সংগঠন। সাকিবের হঠাৎ মনোনয়নের ঘোষণায় এমন অবস্থা হয়েছে যে সাধারণ নেতাকর্মীদের সঙ্গে কথাই বলা যাচ্ছে না।’

সাকিবের ছোটবেলার ক্রিকেট প্রশিক্ষক ছিলেন সাদ্দাম হোসেন। তিনি শিষ্যের মনোনয়ন পাওয়াকে ইতিবাচকভাবে দেখছেন। সাদ্দামের মতে, ‘ক্রিকেটে সাকিব নিজেকে প্রমাণ করেছে। জনপ্রতিনিধি হয়ে এবার সাধারণ মানুষ ও দেশের ক্রিকেটের জন্য অবদান রাখতে পারবে।’

সাকিবের বাবা খন্দকার মাশরুর রেজা কুটিল বলেন, ‘আমার ছেলেকে মনোনয়ন দেওয়ায় দলীয় সভানেত্রী শেখ হাসিনাসহ দলের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা সবার কাছে দোয়া চাই যেন সে জনপ্রতিনিধি হয়ে মাগুরার মানুষের সেবা করতে পারে।’

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD