রাজধানীর তুরাগ থানাধীন পাকুরিয়া এলাকায় ফারজানা আক্তার (১৮) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করে তুরাগ থানা পুলিশ।
(শুক্রবার) দুপুর সাড়ে ৩ টার দিকে নিজ বাসার শয়নকক্ষের ফ্যানের সাথে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় ফারজানার মৃত দেহ উদ্ধার করা হয়। মৃত ফারজানা আক্তার চিনারচর গ্রামের ইসলামপুর থানার জামালপুর জেলার মোঃ ফারুক ও শামসুন্নাহার এর মেয়ে।
মৃত ফারজানার পরিবার তুরাগ থানাধীন পাকুরিয়ার খানটেকের মনিরের বাসার ভাড়াটিয়া ছিলেন। এক বছর আগে প্রেমের সম্পর্ক করে ফারজানার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ইমরান (২০) নামের একজনের সাথে। ইমরান উত্তরায় বেপারী কোম্পানি নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করেন।
স্থানীয় সূত্রে জানা যায, দাদী শাশুড়ি সাথে ফারজানার প্রায় সময়ই ঝগড়া ঝামেলা লেগেই থাকতো। এরই জের ধরে গত ৩০ নভেম্বর বৃহস্পতিবার ফারজানা পকুরিয়ার খানটেকে খালার বাসায় চলে আসে। পরেরদিন দুপুরের দিকে নিজ বাসায় ঝুলন্ত অবস্থায় ফারজানার মৃত্যু দেহ পাওয়া যায়।
আশেপাশের লোকজন টের পেয়ে তাৎক্ষণিক তুরাগ থানা পুলিশকে খবর দিলে, তুরাগ থানা উপ-পুলিশ পরিদর্শক এসআই নাঈম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙ্গে ফারজানার মৃত দেহ উদ্ধার করেন পরে লাশের সুরাতহাল শেষে ময়নাতদন্তের জন্য মৃত্যু দেহ ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় তুরাগ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।