1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন

নির্বাচনে সহিংসতা মোকাবিলায় মাঠে থাকবে র‌্যাব : মহাপরিচালক

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৭১ পাঠক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেকোনো ধরনের সহিংস পরিস্থিতি মোকাবিলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মাঠে থাকবে বলে জানিয়েছে র‌্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গায় র‌্যাব-১২ সদর দপ্তরে ৩১৪ জন চরমপন্থি সর্বহারা সদস্যের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

র‌্যাব মহাপরিচালক বলেন, ‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে তিনটি পরিকল্পনা নিয়ে মাঠে থাকবে র‌্যাব সদস্যরা। নির্বাচনের দিন ভোটাররা যেন সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটাধিকার প্রয়োগ করে বাড়িতে ফিরতে পারে- এ জন্য র্যাব স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। পাশাপাশি নির্বাচনকালীন সময়ে ভোটকেন্দ্রে যেসব দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা হবে।’

এ সময় তিনি আরও বলেন, ‘ভোট গণনা থেকে শুরু করে পরদিন পর্যন্ত ওই কেন্দ্রের সার্বিক দায়িত্বে থাকবে র‌্যাব সদস্যরা। এ ছাড়াও নির্বাচনপরবর্তী সময়ে পরাজিত ও জয়ী প্রার্থীদের মধ্যে যেন কোনো মারামারি, বিশৃঙ্খলতা সৃষ্টি না হয়, সে জন্য সতর্ক থাকবে বাহিনীর সদস্যরা। তাই নির্বাচনের আগে ও পরে সকল প্রকার সহিংসতা, পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন পরিকল্পনাও নেওয়া হয়েছে।’

চরমপন্থি সর্বহারা সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘অপকর্ম অন্ধকার ছেড়ে যারা ফিরে এসেছে প্রধানমন্ত্রী তাদের জন্য আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এক লাখ টাকা করে অনুদান দিয়েছে এবং তাদের বিরুদ্ধে করা মামলাগুলো নিষ্পত্তির প্রক্রিয়া চলছে।’

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD