মানিকগঞ্জের ঘিওরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহজাহান আলী নামে এক এনজিওকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মাইলাগী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহজাহান জাগরণী চক্র ফাউন্ডেশনের ঘিওর শাখায় কর্মরত ছিলেন।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, ‘মাইলাগী গ্রামে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই শাহজাহান আলী নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে ও দুজনকে কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’