সিলেটের গোলাপগঞ্জে কাভার্ড ভ্যানেআগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কাভার্ডভ্যানটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত সোয়া ১২টার দিকে গোলাপগঞ্জ উপজেলার সিলেট-জকিগঞ্জ মহাসড়কের ফুলবাড়ি ইউনিয়নের মাইজভাগ নামক এলাকায় এ ঘটনা ঘটে। গোলাপগঞ্জ থানার ওসি মাসুদুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
কাভার্ডভ্যানের চালক মোহাম্মদ আলমগীর বলেন, আমরা জকিগঞ্জের শাহগলি এলাকা থেকে সিলেটের লালাবাজারে আমাদের কোম্পানির ডিপোর উদ্দেশ্যে আসছিলাম। হঠাৎ করে মাইজভাগ নামক স্থানে আসলে দুটি মোটরসাইকেলযোগে ৭-৮ জন মুখোশধারী লোক গাড়ির গতিরোধ করে। পরে আমাকে ও গাড়ির সহকারীকে নামিয়ে দেয়। এ সময় তারা গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
গোলাপগঞ্জ থানার ওসি মাসুদুল আমিন বলেন, আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস নিয়ে গাড়ির আগুন নিয়ন্ত্রণ করেছি। যারা আগুন দিয়েছে তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।