স্বতন্ত্র প্রার্থীর সমর্থক স্বামী-স্ত্রীকে পেটালেন নৌকার সমর্থকরা

খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী সাগর এবং তার স্ত্রী পারভিন বেগমকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। এ সময় হামলাকারীরা সাগরের মুদি দোকানও ভাঙচুর করে।
সোমবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের চেঁচিুড় গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, আলী সাগর এই আসনে স্বতন্ত্র প্রার্থী ফুলতলা উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ আকরাম হোসেনের সমর্থক। তাদের ওপর হামলা করে আওয়ামী লীগ প্রার্থী সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের সমর্থকরা।
আহত পারভিন বেগম বলেন, সোমবার সন্ধ্যায় স্থানীয় চেঁচুড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠে নৌকা প্রার্থীর পক্ষে নির্বাচনী পরিচালনা কমিটি গঠন উপলক্ষে ধামালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ এক সভার আয়োজন করে। কিন্তু আমার স্বামী ওই সভায় যেতে রাজি হননি। তাই ক্ষিপ্ত হয়ে ধামালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক রহমান গাজীর নেতৃত্বে ২০ থেকে ২৫ জন রাত সাড়ে ১০টার দিকে আমাদের মুদি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় আমাকে ও আমার স্বামীকে পিটিয়ে গুরুতর জখম করে।
মারধরের অভিযোগ অস্বীকার করেন ধামালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম। তিনি বলেন, চেঁচুড়ি গ্রামে হট্টগোল হয়েছে শুনেছি। তবে মারধর বা দোকান ভাঙচুরের ঘটনা জানি না।
চেঁচড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কামরুল ইসলাম জানান, মারামারি হয়েছে সত্য ও মুদি দোকানের সামান্য ক্ষতি হয়েছে। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।