ঝাড়ু নিয়ে চট্টগ্রামের পটিয়ায় স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর লোকজনকে ধাওয়া করেছে বিক্ষুব্ধ শতশত নারী-পুরুষ৷ রবিবার (২৪ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে উপজেলার কচুয়ায় ইউনিয়নের অলিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। স্বতন্ত্র প্রার্থী সামশুল হক কচুয়াই এলাকায় বহিরাগতদের এনে গণসংযোগ করা নিয়ে মূলত এ উত্তেজনা দেখা দিয়েছে।
এ সময় পটিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজেদা বেগমকে কটুক্তিমূলক বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ঝাড়ু নিয়ে ঈগলের সমর্থকদের ধাওয়া করেন। ফলে নৌকা ও ঈগল সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ঈগলের লোকজন অলিরহাট এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলের আধা কিলোমিটার দূরে ঈগলের একটি নির্বাচনী অফিস স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরী তড়িঘড়ি করে উদ্বোধন করে ঘটনাস্থল ত্যাগ করেন।
মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজেদা আকতার বলেন, স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীকের লোকজন আমাকে ও নৌকাকে নিয়ে কটুক্তি করে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কারণে এলাকার শতশত নারী পুরুষ ঝাড়ু নিয়ে তাড়া করে। এ সময় তাড়া খেয়ে স্বতন্ত্র প্রার্থীর লোকজন পালিয়ে যায়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বলেন, স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর সমর্থনে লোকজন রবিবার দুপুরে অফিস উদ্বোধন ও গণসংযোগের কথা ছিল। এর মধ্যে এলাকার কিছু নারী পুরুষ উত্তেজিত হয়। তবে কি কারণে উত্তেজিত হয়েছে তা জানি না। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।