কক্সবাজারের চকরিয়ায় পিকনিক বাসের সঙ্গে পিকআপভ্যানের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শনিবার সকালে উপজেলার হারবাং ইউনিয়নের কলাতলী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চকরিয়ার উত্তর হারবাংয়ের করমুহুরী পাড়া মোস্তাক আহমদের ছেলে মোহাম্মদ রিদোয়ান, পূর্ব বৃন্দাবনখিল সামাজিক পাড়ার মৃত রশিদ আহমদের ছেলে আবু বক্কর, বক্তাতলী উত্তর হারবাং এলাকার মোজাফফরের ছেলে মহি উদ্দিন এবং সামাজিক পাড়া উত্তর হারবাং এলাকার বাদশা মিয়ার ছেলে জয়নাল।
বিষয়টি নিশ্চিত করেছেন, চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে থানার অপারেশন অফিসার খোকন রুদ্র। তিনি বলেন, কক্সবাজারমুখী একটি পিকনিক বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। চারজনই নির্মাণ শ্রমিক। আহত হয়েছেন কয়েকজন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’