আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৮ আসনে হাত ঘড়ি মার্কা নিয়ে জোর প্রচারণা চলাচ্ছে কল্যাণ পার্টির হাত ঘড়ির প্রার্থী দয়াল কুমার বড়ুয়া। নির্বাচনী প্রচারণা কালে প্রার্থী দয়াল কুমার বড়ুয়া ভোটারদের নিকট দাবি জানিয়ে বলছেন আমি নির্বাচিত হলে এলাকার সকল সমস্যা আপনাদের সাথে নিয়ে সমাধান করব। প্রার্থী দয়াল তোমার বড়ুয়া বলেন, এ আসনটি ঢাকার সবচেয়ে বড় আসন যেখানে সকল সম্প্রদায়ের মানুষের বসবাস রয়েছে। আমি আপনাদের সকলকে সাথে নিয়ে ১৮ আসনের সকল রাস্তাঘাট এবং ড্রেনেজ ব্যবস্থা সহ একটি স্মার্ট নগরী গড়ে তুলবো।
শুক্রবার দুপুরে উত্তরা ১৫ নম্বর সেক্টর বৃন্দাবন এলাকায় ইস্কন মন্দিরে মতবিনিময় সভায় অংশ নিয়ে হিন্দু সম্প্রদায়ের ভোটারদের নিকট ভোট প্রার্থনা করেন দয়াল কুমার বড়ুয়া। এ সময় তারা সাথে ছিলেন, পেস্তর ও উত্তরাস্থ খ্রিষ্টান সম্প্রদায়ের নেতা, উত্তরা এ.জি চার্চ কল্যাণ কুমার বিশ্বাস,
বাংলাদেশ ট্রাইভাল বুদ্ধিষ্ট সোসাইটি সভাপতি মেজর (অব.) ডা: অজয় চাকমা, ভান্তে,অধ্যক্ষ,সুদেশক,সংঘমনীষা,বাংলাদেশ বৌদ্ধ মহাবিহার, উত্তরার মুদিতাপাল তেরো, বাংলাদেশ বৌদ্ধ সংঘের সভাপতি স্বপন চৌধুরী, শ্রী শ্রী রাধারমণ মন্দির (ইসকন) উত্তরা, ঢাকার নিতাই চন্দ্র ঘোষ সহ অনেকেই।