মুন্সীগঞ্জের শ্রীনগরের হাঁসারা এলাকায় একটি মাছবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনে ধাক্কা লেগে উল্টে গিয়ে দুই মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এদের মধ্যে একজনের নাম বাহাদুর বেপারি (৪৫)। অপরজনের নাম জানা যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ মাছ ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাছবাহী পিকআপটি মাওয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকামুখী লেনে হাঁসারা হাইওয়ে ফাঁড়ির উল্টো দিকে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লেগে পিকআপটি উল্টে যায়। এতে গুরুতর আহত হন পিকআপে থাকা সাতজন। তাদের দ্রুত উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।
হাঁসারা হাইওয়ে পুলিশের ওসি কাঞ্চন কুমার সিংহ জানান, হতাহতরা মাছ ব্যবসায়ী ছিলেন। মাওয়া থেকে মাছ নিয়ে তারা ঢাকার দিকে যাচ্ছিলেন।