1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন

১৬ই ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে দীঘির শ্রাবণ জ্যোৎস্নায়

বিনোদন প্রতিবেদক-
  • প্রকাশ | বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩২ পাঠক

কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন তার ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ উপন্যাসে যুক্তরাষ্ট্রে বড় হয়ে ওঠা প্রভাবশালী বাঙালি ছেলে নাবিল আর গ্রামের অতি সরল নিরীহ ও পরোপকারী পুরুষ শুভর মাঝখানে দাঁড় করিয়েছেন সুন্দরী মেয়ে মৌকে। সেই উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে একই নামের সিনেমা।

তামান্না সুলতানা প্রযোজিত এ সিনেমাটির চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন আবদুস সামাদ খোকন। এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন দীঘি। তার বিপরীতে দেখা যাবে গাজী আবদুন নূরকে।

তিনি জানান, ১৬ ফেব্রুয়ারি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। মুক্তি উপলক্ষে ৫ ফেব্রুয়ারি সোমবার মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলার।

এ সিনেমায় দীঘি-নূর ছাড়াও অভিনয় করেছেন বাপ্পা শান্তনু, মুনমুন আহমেদ, সুব্রত বড়ুয়া, মাসুম বাশার, মিলি বাশারসহ অনেকে।

২০২১ সালে শুটিং শুরু হওয়া সিনেমাটি ২০২৩ সালে কলকাতার ‘পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’-এ দেখানো হয়। তখন পরিপূর্ণ ছিল প্রেক্ষাগৃহ। এক কথায় অসাধারণ মনোগ্রাহী একটি চলচ্চিত্র শ্রাবণ জ্যোৎস্নায়! বিশেষ করে আপামর বাঙালি পরিবারের নির্ভেজাল পারিবারিক মনোরঞ্জনের সিনেমা হবে এটি, এমনটাই মনে করেন পরিচালক।

তিনি বলেন, ‘এ সিনেমা বারবার দেখতে ইচ্ছে করবে দর্শকের। সিনেমাটি দেখার পর দর্শক মুগ্ধ হবেন।’

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD