জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর তুরাগের দলিপাড়া ইসরাইল মজুমদার ইসলামিয়া মাদরাসার মসজিদ ভবনে প্রায় ৮০ জন এতিম শিশু ও মাদ্রাসা শিক্ষার্থীদের ইফতার করান ২০০৫-২০০৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
ইফতারের আগে জাতির জনক বঙ্গবন্ধু জন্য দোয়া করেন ইসরাইল মজুমদার মসজিদের ইমাম হুজুর। এ সময় এতিম শিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা করার জন্য সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান। যার যত ক্ষুদ্র সামর্থ্য থাকুক না কেন, তা নিয়ে সবাই যদি অসহায়দের সহায়তা দেয়, তাহলে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটবে। ইফতারের শেষে ইমাম হুজুর ২০০৫-২০০৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রছাত্রীদের মধ্যে সাথী আক্তার, অর্না, মোয়াজ্জেম হোসেন সুমন, মোশারফ হোসেন, মাহফুজুল ইসলাম, লোকমান হোসেন, সিরাজুল ইসলাম ওয়ানি, মামুন, নীরব প্রমুখ।