1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৬:২২ অপরাহ্ন

চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, আটক ১৪

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ১২১ পাঠক

চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে গাজীপুরের বোর্ড বাজার হারিকেন রোড রশিদ মার্কেট এলাকা থেকে সংঘবদ্ধ প্রতারক চক্রের চার নারীসহ ১৪ সদস্যকে আটক করেছে র‍্যাব-১। বুধবার (২০ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে র‍্যাব-১ এর একটি দল অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ভিজিটিং কার্ড, ভর্তি ফরমের প্যাড, চাকরিপ্রত্যাশীদের স্বহস্তে পূরণকৃত ভর্তি ফরম ও আয়-ব্যয়ের রেজিস্টার জব্দ করা হয় এবং চাকরিপ্রত্যাশী ২৭ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

র‌্যাবের মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সাংবাদিকদের বলেন, ‘এই প্রতারক চক্র দীর্ঘদিন ধরে অনলাইনে ফেসবুকের মাধ্যমে লোভনীয় বেতনে চাকরির বিজ্ঞাপন দিয়ে চাকরিপ্রত্যাশীদের সঙ্গে প্রতারণা করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে চাকরির বিজ্ঞাপন দিয়ে বেকার তরুণ-তরুণীদের আকৃষ্ট করে। তাদের প্রথম টার্গেট ছিল স্কুল কলেজের শিক্ষার্থীরা। এক একটি অফিস নিয়ে এই প্রতারণা করছিল তারা। পরে অফিস পরিবর্তন করে তারা চাকরিপ্রত্যাশীদের টাকা আত্মসাৎ করত। কেউ টাকা ফেরত চাইলে তাদেরকে ভয়ভীতি, হুমকি এমনকি মারধরও করা হতো। কয়েকজন ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে র‍্যাব অভিযান চালিয়ে তাদের আটক করে।’

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD