1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন

৭ দিন না খেলে সব তরমুজ পচে যাবে: সমাজকল্যাণমন্ত্রী

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৯৬ পাঠক

সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, অসাধু ব্যবসায়ীরা তরমুজের দাম বাড়িয়ে দিলো। আমরা যদি ঠিক করি, ৭-১০ দিন সারাদেশে কেউ তরমুজ খাবো না, ব্যবসায়ীদের তরমুজ তো সব পচে শেষ হয়ে যাবে। বুধবার রাজশাহীর বাগমারা উপজেলার শেখ রাসেল পৌর অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, পৃথিবীর অন্যান্য দেশে জিনিসের দাম বাড়লে সেই জিনিস লোকে কম কেনে বা বয়কট করে। কিন্তু আমরা দাম বাড়লে আরো বেশি কিনি। যত বেশি কিনি অসাধু ব্যবসায়ীরা আরো বেশি দাম বাড়ায়।

তিনি আরো বলেন, কিছু ব্যবসায়ী বাজারে জিনিসপত্রের দাম বাড়িয়ে মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে। রমজান মাসে আমাদের মতো ব্যবসায়ীদেরও সংযমী হতে হবে।

ডা. দীপু মনি বলেন, সরকার অনেক পণ্যের দাম বেঁধে দিচ্ছে, নানা কিছু করছে, সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে যেন মানুষ একটু স্বস্তিতে থাকে। এরপরও কিছু ব্যবসায়ী ঝামেলা করছে। সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। সবাই সজাগ থাকুন, সচেতন থাকুন।

বাগমারা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কহিনুর বানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পারভীন আক্তারের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- বাগমারা-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, তাহেরপুর পৌরসভার মেয়র খন্দকার সায়লা পারভীন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইব্রাহিম হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভীন, সাধারণ সম্পাদক নাসরিন আখতার মিতা প্রমুখ।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD