রমজান মাস আসলে সমাজের অনেক অবহেলিত, অসহায়, সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল মানুষগুলো ইচ্ছে থাকলেও সামর্থ্য না থাকায় উন্নতমানের খাবার দিয়ে ইফতার করতে পারেন না। তাই তাদের ইচ্ছে পূরণে রমজানের পুরো মাসজুড়ে এসব মানুষদের মাঝে ঘুরে ঘুরে ইফতার সামগ্রী বিতরণ করবেন ঢাকা ১৮ আসনের সাবেক এমপি আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসানের ছেলে আবির হাসান তানিম।
ছাত্রলীরের এই নেতা রোজার শুরু থেকে প্রতিদিন প্রায় ১০০ জন অসহায় রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী তুলে দিচ্ছেন।
- প্রতিদিন তিনি ইফতারের আগে বাসা থেকে বেড় হয়ে উত্তরার আনাচে কানাচে গাড়িতে ঘুরে ঘুরে রাস্তার পাশে বসে থাকা দিন মুজুর, ভিক্ষুক, এবং অসহায় প্রায় ১০০ মানুষের ইফতারির ব্যবস্থা করে থাকেন।
এরই ধারাবাহিকতায় প্রতিদিনের ন্যায় শুক্রবার বিকালে ইফতারের আগ পর্যন্ত উত্তরা রাজলক্ষ্মী, আজমপুর, হাউজবিল্ডিং এবং আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড এলাকায় ঘুরে ঘুরে এসব খাবার বিতরন করেন আবির হাসান তানিম।
হাতে ইফতার পাওয়া রাজলক্ষ্মী এলাকার এক ভিক্ষুক আছিয়া বেগম বলেন, ইফতারের সময় হলেই ইফতারের প্যাকেট নিয়ে ছুটে আসে আমাদের দেয়ার জন্য। প্রথত রোজা থেকেই ইফতার সামগ্রী দেয় আমাদেে। এমন উন্নতমানের ইফতার সামগ্রী আমাদের পক্ষে কেনা সম্ভব হয় না। তাদের দেয়া ইফতার পেয়ে প্রতিদিন ইফতার করে আসছি।
আবির হাসান তানিম বলেন, আমার বাবা রাজনৈতিক জীবনে মানুষের জন্য করেছেন এখনো করছেন। তার এমন উদারতা দেখে আমার ও অসহায়দের জন্য করার ইচ্ছে ছোট বেলা থেকেই তাই আমি গত কযেক বছর ধরে আমি রাস্তার পাশে থাকা হকার, দিনমুজুর, ভিক্ষুক, পথচারী, রিক্সা চালকদের মাঝে আমার সাধ্যমত ইফতার সামগ্রী বিতরন করে আসছি। যতদিন বাচঁবো আমার পক্ষ থেকে করে যাবো। আমার মতন সবাই যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আমার মতে কেউ অনাহারে থাকবে না। ছিন্নমূল মানুষকে ইফতার করিয়ে নিজেদের ইফতার করার মধ্যে এক আত্মতৃপ্তি থাকে। যে আত্মতৃপ্তি পেয়ে আমি খুবই গর্বিত। আমার জন্য দোয়া করেন।