বিডিআর কাঁচাবাজারের ব্যবসায়ী শাওন সরকারের অভিযোগে চাদাঁবাজ আলিরাজকে রবিরার সন্ধ্যায় উত্তরা আজমপুর বিডিআর কাঁচাবাজার এলাকা থেকে চাঁদাবাজী করা অবস্থায় হাতে নাতে আটক করে উত্তরা পূর্ব থানা পুলিশ। কিন্তু পরে চাঁদাবাজীর অভিযোগটি আমলে না নিয়ে রাতে ডিএমপি পাচানি করে সকালে আদালতে চালান করেন আলী রাজকে।
এবিষয়ে শাওন সরকার অভিযোগ করে বলেন, রবিবার সন্ধ্যায় আমার দোকানে লোকজন নিয়ে চাঁদাদাবী করে আলিরাজ এবং আমার দোকানের প্রতিমাসের ভাড়ার টাকা দাবি করেন।
উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ শাহজাহান আটকের বিষয়টি সন্ধ্যায় নিশ্চিত করে সাংবাদিকদের জানান, আটক হওয়া আলি রাজের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হচ্ছে। পরে রাতে ডিউটি অফিসার এসআই রেজাউল হক জানান অভিযোগের ভিত্তিতে আলীরাজকে আটক করা হয়েছে। কিন্তু রাতে চাদাঁবাজীর বিষয়টি আমলে না নিয়ে রাতেই তাকে ডিএমপি অধ্যাদেশ পাঁচানি মামলায় সকালে আদালতে চালান দেয়া হয়।
এ বিষয়ে উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ মো: মজিবুর রহমান বলেন- আমি অসুস্থ থাকায় বিষয়টি তেমন অবগত নই।