1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১০:০৯ অপরাহ্ন

‘জংলি’ লুকে সিয়াম

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ১০৭ পাঠক

পরনে লুঙ্গি, ঠোঁটে তামাক পাতা, বাঁ হাতে দিয়াশলাই কাঠি, পেছনে আগুনের লেলিহান শিখা। পুড়ছে দোকান, পায়ের নিচে তুমুল আক্রোশের শিকার হওয়া কারো দেহ, চোখেমুখে প্রতিশোধের স্পৃহা। ডান হাতে রক্তাক্ত মঙ্গুজ ব্যাট। যাচ্ছে প্রতিশোধের নেশায় মগ্ন চিত্রনায়িক সিয়াম। দেখে বোঝার জো নেই তিনি অভিনেতা সিয়াম আহমেদ। একেবারেই অচেনা রূপে তাকে হাজির করলেন নির্মাতা ভিন্ন লুকে।

রোমান্স, ড্রামা, ট্রাজেডি ও অ্যাকশনে ভরপুর ‘জংলি’ নামের একটি সিনেমায় অভিনয় করছেন সিয়াম। যা পরিচালনারি দায়িত্বে আছেন ‘শান’ খ্যাত নির্মাতা এম রাহিম। দুই বছর পর এই নায়ক-পরিচালক জুটি পর্দায় ফিরছেন।

নির্মাতা বলেন, ‘শান’ এর পর অনেক কাজের প্রস্তাব এলেও আমি করিনি। শানের চেয়েও ভালো কিছু নিয়ে আসতে চেয়েছি, যার কারণে এতটা সময় লেগেছে। পরিপূর্ণ বিনোদিত হবার সব এলিমেন্টস এই সিনেমায় আছে। এখন শুধু এতটুকু বলবো, দুর্দান্ত কিছু পাবে দর্শক।

ঈদুল ফিতরের পরপরই সিনেমাটির শুটিং শুরু হবে। মুক্তি পাবে ঈদুল আজহায়। সিনেমাটি নির্মিত হবে ফিলম্যান ও এমআইবি স্টুডিওজ প্রোডাকশনের ব্যানারে। এটি প্রযোজনা করেছেন এম আতিকুর রহমান।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD