উত্তরা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ২ এপ্রিল) ২২ মাহে রমজান উপলক্ষ্যে জসিম উদ্দিন রোড পাকার মাথায় উত্তরা প্রেসক্লাব চত্বরে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন অনুষ্ঠিত হয়।
উত্তরা প্রেসক্লাবের সভাপতি রাসেল খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ঢাকা ১৮ আসনের বিপুল ভোটে নির্বাচিত সাবেক এমপি ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান।
আরও উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী রফিক, সদস্য সচিব জুয়েল আনান, প্রতিষ্ঠাতা আহবায়ক সদস্য এস এম জামান, সহ সিনিয়র সাংবাদিকবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন উত্তর ক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক স্বপন রানা সোহেল, অর্থ সম্পাদক ডিএম শাহীন, মহিলা সম্পাদিকা সানজিদা রুমা, সাংস্কৃতিক সম্পাদক মামুনুর রশিদ রানা, কার্যকরী সদস্য জেমস্ একে হামিম ও সাইফুল শিকদার।
ইফতারের আগ মুহূর্তে দেশবাসী ও প্রেসক্লাবের সকল সদস্যের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।