শক্তিশালী ভূমিকম্পের কবলে তাইওয়ান। দেশটির পূর্ব উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের পরে তাইওয়ান, ফিলিপাইন এবং জাপানেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
বুধবার (৩ এপ্রিল) সকালে স্বশাসিত এই দ্বীপরাষ্ট্রটি কেঁপে উঠে। তাইওয়ানে গত দুই যুগের মধ্যে এটি ছিল সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত কমপক্ষে ৫০ জন।
বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।