1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন

উত্তরের ঈদযাত্রা যাত্রা হবে স্বস্তির : রাজশাহীর ডিআইজি

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ১১৭ পাঠক

পুলিশের রাজশাহী বিভাগের ডিআইজি মোহাম্মদ আনিসুর রহমান বলেছেন, অন্যান্য বছরের চেয়ে এবারের উত্তরাঞ্চলের ঈদযাত্রা হবে স্বস্তি ও আনন্দদায়ক। তা ছাড়াও ঈদে নাড়ির টানে উত্তর ও দক্ষিণাঞ্চলের ঘরে ফেরা ২২ জেলার মানুষের যাত্রাপথ নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে পুলিশের পক্ষ থেকে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বুধবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি।

ডিআইজি আনিসুর রহমান বলেন, সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম, বগুড়া, রাজশাহী ও পাবনাগামী মহাসড়কে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের প্রায় ৭০০ পুলিশ কাজ করবে। পাশাপাশি মোবাইল টিম পেট্রোলিং টিম, পাশাপাশি দুর্ঘটনাজনিত কারণে ও রাস্তায় বিকল হওয়া যানবাহনগুলো দ্রুত অপসরণের জন্য বিভিন্ন পয়েন্টে ছয়টি রেকার রাখা হয়েছে।

তিনি বলেন, এ ছাড়া যানজট পর্যবেক্ষণের জন্য রয়েছে ড্রোনের ব্যবস্থা। যানজট নিরসনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি নানাবিধ পদক্ষেপ নেওয়া হয়েছে। মহাসড়কে থ্রি-হুইলার কোনোভাবেই চলতে দেওয়া হবে না। প্রত্যেকটি লিংক রোড সিল বন্ধ করে দেওয়া হবে, যাতে থ্রি-হুইলার মহাসড়কে উঠতে না পারে। এ ছাড়া মহাসড়কে অবৈধ যানবাহন চলাচলে কড়াকড়ি, ফিটনেসবিহীন গাড়ি এবং মহাসড়কে চলাচলরত গাড়ির নিরাপত্তায়ও বিশেষ পদক্ষেপ নেওয়া হবে।

তিনি সাংবাদিকদের বলেন, ঈদের এই সময়ে যাত্রীরা যাতে মলমপার্টি, অজ্ঞানপার্টি ও ছিনতাইকারীদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য পুরো বিভাগজুড়ে পুলিশের অভিযান চলমান রয়েছে। আশা করছি, সিরাজগঞ্জের ৮৮ কিলোমিটার মহাসড়ক বিগত সময়ের চেয়ে যাত্রীদের ঈদযাত্রা হবে স্বস্তি এবং আনন্দদায়ক। এ লক্ষ্যে জেলা ও বিভাগীয় পুলিশ যাবতীয় পদক্ষেপ নিয়েছে।

এ সময় সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. আরিফুর রহমান মণ্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজওয়ান আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) কামরুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD