1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৫:৩২ অপরাহ্ন

বর্ণিল আয়োজনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবাষির্কী উদযাপন

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৯৫ পাঠক

বর্ণিল আয়োজনে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। রাজধানীসহ সারা দেশে দলটির শীর্ষ থেকে তৃণমূল নেতা-কর্মীরা আওয়ামী লীগের ‘হীরকজয়ন্তী’র আনন্দঘন অনুষ্ঠানে অংশ নেন।

রবিবার (২৩ জুন) দিনভর আওয়ামী লীগ এবং দলের অন্যান্য সহযোগী সংগঠনের নেতারা জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর সমাধি ও প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল, র‌্যালি, আলোচনা সভা, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবাষির্কী উদযাপন করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুষ্পস্তবক অর্পণের পর সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তিনি। পরে দলের উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগের সভাপতি হিসেবে আরেকবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন শেখ হাসিনা। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪-দলীয় জোটের সমন্বয়ক আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক ও শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মির্জা আজম ও এস এম কামাল হোসেন, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের চলার পথে প্রধান বাধা বর্ণচোরা বিএনপি। সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ আজ আমাদের অভিন্ন শত্রু। এই শত্রু মোকাবিলা করে রক্তমূল্যে অর্জিত বিজয়কে সুসংহত করতে হবে। জনগণের কণ্ঠে প্রতিধ্বনিত হয়ে প্রতিরোধের দাবানল ছড়িয়ে বিজয় ছিনিয়ে আনার নাম আওয়ামী লীগ। আমরা ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে সৃষ্টির পতাকা ওড়াই।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুর হত্যার ছয় বছর পর শেখ হাসিনা অন্ধকারে আশার আলো হয়ে এসেছিলেন। তার নেতৃত্বে আজ গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হয়েছে। যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনার পুনরুত্থান হয়েছে। গণতন্ত্রের প্রত্যাবর্তন ঘটেছে।

আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, জাতীয় শ্রমিক লীগ, তাঁতী লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে। দলীয় নেতাদের পাশাপাশি আওয়ামীপন্থি বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই ধানমন্ডি ৩২ নম্বর এবং তার আশপাশ এলাকা আওয়ামী লীগের নেতা-কর্মীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে।

এদিকে এদিন সকাল ১০টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগের প্রতিনিধিদল। এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, কার্যনির্বাহী সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ প্রমুখ।

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন দলটির সভাপতি শেখ হাসিনা। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন তিনি। সমাবেশ মঞ্চে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। একই সঙ্গে ঢাকায় নিযুক্ত কয়েকটি দেশের কূটনীতিকরা সমাবেশে উপস্থিত ছিলেন।

এর আগে ধানমন্ডির ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদন শেষে রাজধানীর আশপাশ থেকে আসা নেতা-কর্মীরা সোহরাওয়াদী উদ্যানের দিকে মিছিল নিয়ে যান। রাজধানী ও আশপাশের আসনগুলোর এমপিদের অনুসারী এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঢাকঢোল পিটিয়ে, বাঁশি বাজিয়ে, রং-বেরঙের টি-শার্ট ও ক্যাপ পরে জড়ো হন শাহবাগ ও টিএসসিসহ আশপাশের এলাকায়। জয় বাংলা স্লোগানে মুখরিত হয় সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশ। এ উদ্যানের ফটকগুলো বেলা সাড়ে ১১টায় খুলে দেওয়া হয়। এরপর আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রবেশ করতে শুরু করেন। রাজধানীর বিভিন্ন থানা ও ইউনিয়নের নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশে আসেন। সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে তুলে ধরেন নেতা-কর্মীরা।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের জন্য উপহার হিসেবে ফলমূল এবং মিষ্টান্ন পাঠান। এদিন বিকেলে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মো. আবু জাফর রাজু এবং সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার তার পক্ষ থেকে রাজধানীর মোহাম্মদপুরের গজনবী রোডের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কাছে উপহারসামগ্রী হস্তান্তর করেন।

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা প্রতিটি রাষ্ট্রীয় দিবস এবং উৎসবে যেমন- স্বাধীনতা দিবস, বিজয় দিবস, পবিত্র ঈদ এবং বাংলা নববর্ষের দিনসহ এবার বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তাদের স্মরণ করার জন্য বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে সন্ধ্যায় ঐতিহাসিক রোজ গার্ডেনে বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ নেতা-কর্মীরা।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD