কোপা আমেরিকার ফাইনালে খেলার মূল সময়ে গোল করতে পারেনি আর্জেন্টিনা-কলম্বিয়া। গোলশূন্য সমতা নিয়ে নিয়ম অনুয়াযী অতিরিক্ত সময়ে গড়ালো ম্যাচ।
কোপার নিয়মে বলা আছে, অন্যান্য নকআউট ম্যাচে অতিরিক্ত সময় থাকবে না। মূল সময়ের খেলা শেষে সরাসরি টাইব্রেকার হবে। সেখানেই ম্যাচের ফলাফল নির্ধারণ হবে। তবে ফাইনালে মূল সময়ের পর অতিরিক্ত সময় রাখার নিয়ম আছে। সে অনুযায়ী অতিরিক্ত আরও ৩০ মিনিট খেলবে আর্জেন্টিনা ও কলম্বিয়া।
আজ খেলার মূল সময় শেষেও পরিসংখানে বিশ্বচ্যাম্পিয়ন ও বর্তমান কোপা চ্যাম্পিয়নদের মতো খেলতে পারেনি আর্জেন্টিনা। ম্যাচে বল দখল, আক্রমণ ও লক্ষ্যে শট নেওয়ায় এগিয়ে কলম্বিয়া।