বগুড়ার কাহালু উপজেলায় চাঁদাবাজি করতে গিয়ে রাকিব হোসেন (২৩) নামে আলোচিত আতাবাহিনীর এক সদস্য গণপিটুনিতে নিহত হয়েছেন।
শুক্রবার (৩০ আগস্ট) রাতে উপজেলার শিবা কলমা হিন্দুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাকিব হোসেন বগুড়া কাহালু উপজেলার পরিশেষ পূর্বপাড়া এলাকার মৃত সামসুল হকের ছেলে। এছাড়াও তিনি একাধিক মামলার আলোচিত সন্ত্রাসী আতাবাহিনীর সদস্য ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শিবা কলমা হিন্দুপাড়া এলাকার ফনিন্দ্রনাথের মেয়ের সাথে বিপুলের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু বিপুলের সাথে বিয়ে না দিয়ে ফনিন্দ্র তার মেয়ে অন্যত্র বিয়ে দেন। এর মধ্যে ওই মেয়ে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসে। খবর পেয়ে সন্ত্রাসী আতাসহ ৭ থেকে ৮ জনকে সাথে নিয়ে বিপুল ওই মেয়ের বাড়িতে যায়। সেখানে যেয়ে তারা ফনিন্দ্র এর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে ফনিন্দ্র দুই হাজার টাকা দিতে রাজি হয়। এটা শুনে আতা বাহিনীর লোকজন আশেপাশের বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। এ সময় শাখা নামে এক ব্যক্তি গিয়ে প্রতিবাদ করলে তাকে আতাবাহিনীর সবাই মিলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এসময় এলাকাবাসী সবাই একত্রিত হয়ে আতাবাহিনীর সবাইকে প্রতিহত করতে যায়। পরে সবাই পালিয়ে গেলেও রাকিবকে এলাকাবাসী ধরে গণপিটুনি দেয়। এতে রাকিবের মৃত্যু হয়।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।