ফুটবল দুনিয়ায় বহু আগেই নিজেকে কিংবদন্তিদের কাতারে নিয়ে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সাধারণ মানুষ তো বটেই, নানা অঙ্গনের খ্যাতিমান ব্যক্তিরাও তার ভীষণ ভক্ত। তাদেরই একজন ক্রিকেট কিংবদন্তি বিরাট কোহলি। ক্রীড়াঙ্গনের দুই তারকা যদি মুখোমুখি হয়ে কোনো টকশোতে অংশ নেয়, তবে কেমন হবে বলুন তো?
আইপিএলের ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (আরসিবি) তাদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দুই মহারথীর পাশাপাশি বসে আলাপের একটি গ্রাফিক্স ছবি শেয়ার করেছে।
সোফায় মুখোমুখি বসে থাকা রোনালদো ও কোহলির ছবির পেছনের দিকে তাকালে বোঝা যায়, সিআর সেভেনের ইউটিউব চ্যানেলে অতিথি হিসেবে হাজির ভারতের সাবেক অধিনায়ক।
ব্যাপক কৌতূহল জাগানো ছবিটির ক্যাপশনে লেখা, ‘বিরাট কোহলি x ক্রিশ্চিয়ানো রোনালদো = গোট স্কয়ার। এটা মিস করার সাহস আছে? এই কোলাব ইন্টারনেটে আগুন ঝরাবে।’
বেঙ্গালুরুর করা ওই পোস্টের কমেন্টে অনেকেই লিখেছেন, তারা এই আকর্ষণীয় পর্বটি দেখতে চান। একজনের কমেন্ট, ‘ক্রিকেটের মালিক X ফুটবলের মালিক। ’ যদিও এমন কোনো আয়োজন হবে কিনা, সেই বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।