নরসিংদীতে মাধবদী টু পাইকারচর মেঘনা বাজার রাস্তার বন্ধ হয়ে যাওয়া ব্রীজের কাজ পুনরায় চালু করা হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় আনুষ্ঠানিক ভাবে আবারও কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান।
জানা যায় এবছরের ডিসেম্বরে ব্রীজের কাজ শেষ হওয়ার কথা থাকলেও কিছু লোক ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে চাঁদা দাবি এবং ব্রীজ সম্প্রসারণ হওয়ায় জমির মালিক কাজে বাঁধা দিলে গত আট মাস আগে কাজ বন্ধ হয়ে যায়। এতে ইউনিয়নের ২২টি গ্রামের মানুষসহ বহু মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে। জনগনের ভোগান্তি চিন্তা করে পাইকারচরনইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও পাইকারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাইনুল ইসলাম ভূইয়া এলাকার লোকজনদের সাথে নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে পুনরায় ব্রীজের কাজ চালু করেন।
এসময় পাইকারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মাইনুল ইসলাম ভূইয়া বলেন প্রথমে ব্রীজের কাজ শুরু হলে পাইকারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শওকত হোসেনসহ কয়েকজন ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে চাঁদা দাবি করলে ব্রীজের কাজ বন্ধ হয়ে যায়। এখন আমরা পুনরায় ব্রীজের কাজ চালু করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে জানালে তারা আমাদের কথায় আশ্বস্ত হয়ে আজ পুনরায় কাজ চালু করে।