প্রকৌশলী মোহাম্মদ ফরিদ উদ্দিনকে সভাপতি ও মোঃ হুমায়ুন কবির আলীকে সাধারণ সম্পাদক করে এবং মোহাম্মদ সোহেল রানাকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ কমিউনিটি কুয়েত পূর্নাঙ্গকমিটি ঘোষণা করা হয় ।
গত ২৪ অক্টোবর রোজ বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের রাজধানী প্লেছ হোটেলে বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশ কমিনিটির কমিটি ঘোষণা করা হয়। দিন ব্যাপি জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ কমিউনিটি কুয়েতের ১০১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
উক্ত অনুষ্ঠানে ফুটবল অ্যাসোসিয়েশন কুয়েতের সাধারণ সম্পাদক কুরবান আলী সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সংগঠক বিমল কান্তি রায়, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুটবল এসোসিয়েশন কুয়েতের সভাপতি মোরশেদ আলম ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী মোজাহার সানাউল্লাহ, বিশিষ্ট সংগঠক কামাল হোসেন সহ আরো বক্তব্য রাখেন কুয়েতি নাগরিক আলী আল রাশেদী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুয়েতের বিভিন্ন সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠন এবং ব্যবসায়ী সংগঠনের নেতাকর্মীরা ।