নোয়াখালীর বেগমগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) রাতে উপজেলার হাজিপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার এমাম হোসেন পলাশ (২৪) হাজিপুর ইউনিয়নের মো. নুরুজ্জামানের ছেলে। এ সময় তার কাছ থেকে তিনটি রামদা, দুটি লোহার তৈরি চাকতি, দুটি বড় ছুরি, চাইনিজ কুড়াল, হকিস্টিক ও মোবাইল ফোন জব্দ করা হয়।
নোয়াখালী সেনাক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টার দিকে হাজিপুর ইউনিয়নে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়।’
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, ‘মামলা করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’