গত শুক্রবার সকাল ১০ ঘটিকায় রাজধানীর মিরপুর ১ গোলচত্তর সংলগ্ন নিউ ক্যাফে ধানসিড়ি নামক ক্যাফের তৃতীয় তলায় ঢাকাস্থ "সিংড়া উপজেলা কল্যাণ সমিতি"র নবগঠিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়।
এসময় নবাগত কমিটির দায়িত্বভার বুঝিয়ে দেয়া হয় এবং নতুন কমিটিকে পরিচতি করিয়ে দেয়া হয়।
জানা যায় গত ১৬- ১০ -২০২৪ ইং তারিখে ১৬ সদস্য বিশিষ্ট কার্যপরিষদ ও ইউপি পৌরসভার ১৪ সদস্য নিয়ে একটি কমিটি গঠন করা হয়। আর সেই কমিটির নেতৃবৃন্দের পরিচিতি এবং এবং দায়িত্বভার গ্রহণে এই অভিষেক অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
সমিতিটিতে নবগঠিত এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এ জেড এম নাফিউল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিচ্ছন্ন রাজনীতিবিদ ডাক্তার নজরুল ইসলাম।
অভিষেক অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন এড হক কমিটির সদস্য সচিব আনোয়ারুল ইসলাম।