মেহেরপুরে ২০১৩ সালে পুলিশের করা মামলায় জামায়াতের ২০০ নেতাকর্মী খালাস পেয়েছেন। সোমবার (৪ নভেম্বর) জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিক এ রায় দেন। তাদের খালাসের নির্দেশ দেন।
এদের মধ্যে শ্রমিককল্যাণ ফেডারেশন মেহেরপুরের সভাপতি আব্দুর রউফ মুকুল, পৌর জামায়াতের আমির সোহেল রানা ডলার, মুজিবনগর উপজেলা জামায়াতের সেক্রেটারি খাইরুল বাশার, গাংনী পৌর জামায়াতের সাবেক আমির আব্দুল মজিদ উল্লেখযোগ্য। আদালতে ২০০ নেতাকর্মী আদালতে উপস্থিত হলে বিচারক সব আসামিকে বেকসুর খালাস দেন।
মেহেরপুরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের নামে গেল ১৬ বছরে ৮৬টি মামলা হয়েছিল। এ মামলাসহ ১১টিতে খালাস পেয়েছেন আসামিরা। এসব মিথ্যা মামলা থেকে দ্রুত খালাস পাবেন এ প্রত্যাশা জামায়াতে নেতাদের।
মেহেরপুর জেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রউফ মুকুল জানান, ফ্যাসিস্ট সরকার জামায়াত নেতাকর্মীদের নামে অসংখ্য মামলা দিয়েছে। এরমধ্যে ১১ মামলায় মহামান্য আদালত আসামিদের খালাস দিয়েছেন। বাকিগুলো আদালত বিবেচনা করে খালাস দিবেন।