রাজধানীর সবচেয়ে অভিজাত শপিংমল যমুনা ফিউচার পার্কের পঞ্চম তলা থেকে লাফিয়ে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে।
রোববার বিকেলে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন এই শপিংমলে এ ঘটনা ঘটে।
ওই তরুণের নাম মো. আরমান হোসেন (১৮)। তিনি হবিগঞ্জের লাখাই উপজেলার মশাদিয়া গ্রামের রেনু মিয়া ও শামছুন্নাহারের ছেলে। তারা বর্তমানে রামপুরা হাজীপাড়ায় থাকতেন।
ভাটারা থানার উপ পরিদর্শক (এসআই) মো. রিয়াজুল ইসলাম বলেন, রোববার রাত সোয়া আটটার দিকে এভার কেয়ার হাসপাতালের জরুরি বিভাগ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, প্রাথমিকভাবে সিসিটিভির ফুটেজ দেখে ও ঘটনাস্থলের আশপাশের লোকজনদের জিজ্ঞেসাবাদ করে জানা গেছে, ওই দিন বিকালে যমুনা ফিউচার পার্কের পঞ্চম তলা থেকে ওই তরুণ লাফিয়ে নিচে পড়ে মারা যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়।
তিনি বলেন, ডিপ্রেশন থেকে এমনটি হতে পারে। এছাড়া অন্য কোনো কারণ রয়েছে কিনা তা তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।