কুড়িগ্রামের ফুলবাড়ীতে অটোরিকশা থেকে ছিটকে পড়ে আছিয়া খাতুন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ফুলবাড়ী-বড়বাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
শিশু আছিয়া উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের খোচাবাড়ী গ্রামের আমরুল হোসেনের মেয়ে। খোচাবাড়ী ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মালেক সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, মায়ের সঙ্গে বোনের বাড়ি থেকে ফেরার সময় টিকটিকির বাজার এলাকায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় আছিয়া। পরে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হলে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।