1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১১:১৪ অপরাহ্ন

উপদেষ্টা পরিষদে রদবদল

সংস্কৃতি মন্ত্রণালয়ে ফারুকী, দফতর পাননি মাহফুজ আলম
Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৪৩ পাঠক

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের নতুন তিনজন উপদেষ্টার শপথ গ্রহণের পর উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা হলো ২৪। এদিন নতুন উপদেষ্টাদের দফতর বন্টনের পাশাপাশি পুরোনো কয়েকজনের দায়িত্বেও রদবদল করা হয়েছে।

নতুন উপদেষ্টাদের মধ্যে মোস্তফা সরয়ার ফারুকী পেয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। এছাড়া শেখ বশির উদ্দিনকে দেওয়া হয়েছে বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব।

রদবদলের পর কে কোন মন্ত্রণালয় পেলেন
১. প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস: মন্ত্রিপরিষদ বিভাগ, সশস্ত্র বাহিনী বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়।
২. আসিফ নজরুল: আইন মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
৩. এম সাখাওয়াত হোসেন: নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
৪. সালেহ উদ্দিন আহমদ: অর্থ মন্ত্রণালয়।
৫. আসিফ মাহমুদ: যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়।
৬. হাসান আরিফ: ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
৭. আলী ইমাম মজুমদার: খাদ্য মন্ত্রণালয়।

তবে নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেয়া মাহফুজ আলমকে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি।

এর আগে, রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন ৩ উপদেষ্টাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD